শিরনামে লেখাটি পরে দেখলাম এখানে Liberty Reserve দিয়ে টাকা পাওয়া যায় । তখন মনে পরলো কিছু দিন আগে আমি liberty loan এ একটা account করেছিলাম । Liberty loan হল Liberty Reserve এর একটা অংশ । এখান ডলার জমা রাখা যায় আর তা থেকে প্রতিদিন ১% করে Profit দিতে থাকে ।
আপনি কোন ডলার জমা না রেখেও profit পেতে পারেন । কারন Liberty Loan এ account করলে আপনাকে ১$ ফ্রি দিবে যা থেকে আপনি Profit পাবেন ।
Liberty Loan -এ Account করতে আপনাকে আগে Liberty Reserve এ account করতে হবে কারন liberty loan এর $ Liberty Reserve দিয়ে তুলতে হয় আরLiberty Loan -এ Account করার সময় Liberty Reserve এর account নাম্বার লাগে ।
এবার প্রমান দিব……………………
অনেক আগে এই tunerpage পেজ থেকে আমি ইনফো গুলো পেয়ে Liberty Reserve এবং liberty loan রেজিঃ করে ছিলাম ।
আজ এই http://www.tunerpage.com/archives/108171
টিউন পরে আজ মনে পরলো আমার account এর কথা তার পরে ভাবলাম একটু চেক করে দেখি । চেক করে আপনার না অবাক হলেও আমি অবাক …… !!!!
দেখি Balance: $6.01
Liberty Reserve -এ account করতে এথানে ক্লিক করুন ।
liberty loan -এ account করতে এখানে ক্লিক করুন ।
প্রথম বারের মত লিখতে গিয়ে আমি ভালো ভাবে লিখতে পারিনি । আপনারা অনেক জ্ঞানী মানুষ কষ্ট বুঝে নিবেন ।
No comments:
Post a Comment