Tuesday, May 29, 2012

জুনের মাঝামাঝি `গ্যালাক্সি এস ৩' স্মার্টফোন বাজারে

                                        স্মার্টফোন ও ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের নতুন পণ্য হিসেবে `এস ৩' স্মার্টফোন বাজারে আনছে।

৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলিড ডিসপ্লেযুক্ত এই স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ। বাংলাদেশে ১৫ জুন থেকে পাওয়া যাবে স্যামসাংয়ের এই স্মার্টফোনটি।
এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে লন্ডনে একটি অনুষ্ঠানে নতুন স্মার্টফোনটির ঘোষণা দিয়েছে স্মার্টফোন রাজ্যে সম্প্রতি প্রাধান্য বিস্তারকারী কোরিয়ান প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানের আগে স্যামসাং আমনি্ত্রত অতিথিদের কাছে পাঠানো কার্ডে জানিয়েছিল, `আসুন এবং পরবর্তী গ্যালাক্সির সঙ্গে পরিচিত হন।'
গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটিতে রয়েছে `আই ট্র্যাকিং' প্রযুক্তি। এর মাধ্যমে ব্যবহারকারী তাঁর চোখের সাহায্যে স্মার্টফোনের স্ক্রিন স্থির রাখতে পারবেন।
গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটি সম্পর্কে স্যামসাং জানিয়েছে, এই স্মার্টফোনে ১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড কোর এক্সিনস ৪২১২ প্রসেসর, ৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলিড ডিসপ্লে, ১ গিগাবাইট র্যাম, উন্নত ব্যাটারি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও থ্রিজি সুবিধা রয়েছে।
১৩৩ গ্রাম ওজন ও ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটিতে ফিচার হিসেবে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি, পেছনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৮ মেগাপিক্সেল ও সামনের দিকে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, `এস ভয়েস' নামে ভয়েস কন্ট্রোল প্রযুক্তি।
জুন মাসে বাংলাদেশসহ ১৪৪ টি দেশের বাজারে আসবে নীলও সাদা রঙের স্যামসাং গ্যালাক্সি এস ৩। দেশে এই স্মার্টফোনটির দাম পড়বে সাড়ে ৬৭ হাজার টাকা।
স্যামসাং জানিয়েছে, দ্রুতগতির প্রসেসর ও স্মার্ট ফিচার থাকায় নতুন গ্যালাক্সি ৩ স্মার্টফোনটি অ্যাপলের নতুন মোবাইল আইফোন ৪ এস ও নকিয়ার লুমিয়া ৯০০-এর সঙ্গে বাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।


No comments:

Post a Comment

ADVERTISE

Tuesday, May 29, 2012

জুনের মাঝামাঝি `গ্যালাক্সি এস ৩' স্মার্টফোন বাজারে

                                        স্মার্টফোন ও ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের নতুন পণ্য হিসেবে `এস ৩' স্মার্টফোন বাজারে আনছে।

৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলিড ডিসপ্লেযুক্ত এই স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ। বাংলাদেশে ১৫ জুন থেকে পাওয়া যাবে স্যামসাংয়ের এই স্মার্টফোনটি।
এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে লন্ডনে একটি অনুষ্ঠানে নতুন স্মার্টফোনটির ঘোষণা দিয়েছে স্মার্টফোন রাজ্যে সম্প্রতি প্রাধান্য বিস্তারকারী কোরিয়ান প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানের আগে স্যামসাং আমনি্ত্রত অতিথিদের কাছে পাঠানো কার্ডে জানিয়েছিল, `আসুন এবং পরবর্তী গ্যালাক্সির সঙ্গে পরিচিত হন।'
গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটিতে রয়েছে `আই ট্র্যাকিং' প্রযুক্তি। এর মাধ্যমে ব্যবহারকারী তাঁর চোখের সাহায্যে স্মার্টফোনের স্ক্রিন স্থির রাখতে পারবেন।
গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটি সম্পর্কে স্যামসাং জানিয়েছে, এই স্মার্টফোনে ১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড কোর এক্সিনস ৪২১২ প্রসেসর, ৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলিড ডিসপ্লে, ১ গিগাবাইট র্যাম, উন্নত ব্যাটারি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও থ্রিজি সুবিধা রয়েছে।
১৩৩ গ্রাম ওজন ও ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটিতে ফিচার হিসেবে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি, পেছনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৮ মেগাপিক্সেল ও সামনের দিকে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, `এস ভয়েস' নামে ভয়েস কন্ট্রোল প্রযুক্তি।
জুন মাসে বাংলাদেশসহ ১৪৪ টি দেশের বাজারে আসবে নীলও সাদা রঙের স্যামসাং গ্যালাক্সি এস ৩। দেশে এই স্মার্টফোনটির দাম পড়বে সাড়ে ৬৭ হাজার টাকা।
স্যামসাং জানিয়েছে, দ্রুতগতির প্রসেসর ও স্মার্ট ফিচার থাকায় নতুন গ্যালাক্সি ৩ স্মার্টফোনটি অ্যাপলের নতুন মোবাইল আইফোন ৪ এস ও নকিয়ার লুমিয়া ৯০০-এর সঙ্গে বাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।


No comments:

Post a Comment